Saif Ali Khan : ছুরি খেয়েও কী ভাবে সোজা সইফ ? জুয়েল থিফের মঞ্চে পাতৌদি পুত্র

Updated : Feb 04, 2025 13:29
|
Editorji News Desk

জুয়েল থিফের প্রচার করতেই কি ছুরি-কাণ্ড ?

গত জানুয়ারিতে এই ঘটনার পর প্রথমবার সামনে আসতেই বলি-অভিনেতা সইফ আলি খানকে ঘিরে ফের এই প্রশ্ন টিনসেল টাউনের একাংশের। কয়েকদিনের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ক্রাইম থ্রিলার জুয়েল থিফ। তার মুখ্য চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান। সঙ্গে রয়েছেন জয়দীপ আলাওয়াতের মতো তারকা। 

ছবি প্রেক্ষাপট ৫০০ কোটি টাকার লাল হিরে চুরিকে কেন্দ্র করে। কী ভাবে এই চুরি হবে, তা নিয়েই এগিয়ে যাবে এই গল্প। কিন্তু এই গল্প দেখার আগেই বলিউডের একাংশের প্রশ্ন, এতবড় ঘটনার পর কী ভাবে সইফকে এত ফিট লাগছে। গত মাসের ঘটনায় লীলাবতি হাসপাতালের তরফে জানানো হয়েছিল, নবাবে পিঠের মধ্যে প্রায় আড়াই ইঞ্চি ছুরি ঢুকে গিয়েছিল। 

সেই ছুরির ছবি হাসপাতাল থেকে প্রকাশ করা হয়েছিল। তারপরেও দেখা গিয়েছে বাড়িতে ফেরার পর বেশ হেঁটেই গৃহপ্রবেশ করছেন সইফ। দেখা করেছেন সেই অটোচালকের সঙ্গে, যিনি সইফকে নিয়ে ওই রাতে হাসপাতালে গিয়েছিলেন। 

এদিন ডেনিম শার্টে মঞ্চে এলেন পাতৌদি পুত্র। গোটা অনুষ্ঠান সোজা হয়ে দাঁড়িয়েই পোজ দিলেন পাপারাৎজিদের। সেই ছবি দেখার পরেই প্রশ্ন উঠছে, তা-হলে সত্যিই কি ওই রাতে আহত হয়েছিলেন সইফ ? নাকি একের পর এক ফ্লপের ধাক্কা কাটাতে সাজিয়েছিলেন সুচারু চিত্রনাট্য। 

এমনিতেই সইফের এই ঘটনাকে ঘিরে দু রকমের প্রচার রয়েছে মুম্বইয়ের অলি-গলিতে। রাজ্যের শাসকদলের এক মন্ত্রী তো প্রকাশ্যেই দাবি করেছিলেন, যেভাবে সইফ বাড়িতে হেঁটে ঢুকলেন, তা দেখে মনে হল কিছুই হয়নি। একজন মানুষ পিঠে ছুরি খাওয়ার পরেও এত সোজা থাকতে পারেন কী ভাবে ? 

এর আগে, করিনা কাপুরের সঙ্গে কাজ করেছেন জয়দীপ আলাওয়াত। এবার তিনি কাজ করছেন সইফ আলির সঙ্গে। ইতিমধ্যেই প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তাঁর পাতাল লোক টু। যা পছন্দ হয়েছে দর্শকদের। 

Saif Ali Khan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ