আচমকাই তাঁর উপর হামলা। ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে ছুটেছিলেন। হাসপাতালে পৌঁছেছিলেন অটোতে চেপে। দিন পাঁচেক পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু সইফ আলি খানের উপর হওয়া এই হামলা তুলে দিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন। এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেতা সইফ আলি খান। জানালেন, ঠিক কী হয়েছিল।
প্রশ্ন উঠেছিল, কেন আটোতে চড়ে হাসপাতালে ছুটতে হয়েছিল অভিনেতাকে? ঘটনার দেড় ঘণ্টা পরেই বা কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে? আর নিজের গাড়ির বদলে অটোতেই বা চেপেছিলেন কেন ছোটে নবাব? এই বিষয় অভিনেতা নিজেই জানিয়েছেন, ঘটনার দেড় ঘন্টা পর তিনি হাসপাতালে গিয়েছেন বলে প্রশ্ন উঠেছে, কিন্তু ব্যাপারটা এমন নয়। তিনি ঘটনার পরেই নিচে গিয়ে অটোতে চেপে হাসপাতালে পৌঁছেছেন।
এমনকি সইফ বাড়িতে ড্রাইভার না থাকার বিষয়েও নেটিজনদের জবাব দিয়েছেন। জানিয়েছেন, তাঁর বাড়িতে সারা রাত খুব বিশেষ লোক থাকেন না। কারণ সবাই রাতে বাড়িতে ফেরেন। কয়েকজন রাতে বাড়িতে থাকলেও গাড়ির চালকেরা বাড়িতে থাকেন না। রাতে বাড়ির বাইরে কোথাও যাওয়ার থাকলে আগের থেকে বলা হয় তাঁদের। সেই কারণেই আটোতে হাসপাতালে পৌঁছতে হয়েছে সইফকে।
সইফ এও জানিয়েছেন, ঘটনার দিন রাতে গাড়ি চাবি খুঁজে পাননি। চাবি খুঁজে পেলে তিনিই গাড়ি চালিয়ে চলে যেতে পারতেন। একইসঙ্গে এও স্বীকার করেছেন, তাঁর পিঠের যা অবস্থা ছিল, সেই সময় নিজে ড্রাইভ করা উচিত হত না। আর রাত তিনটের সময় ড্রাইভারকেও ডেকে পাঠানো যায় না। সেই কারণেই সইফকে আটোতে চেপে হাসপাতালে যেতে হয়েছিল।