হাসাপাতালে বলি অভিনেতা সইফ আলি খান। সোমবার সকাল ৮টা নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতালে উপস্থিত রয়েছেন সইফ আলি খানের স্ত্রী করিনা কাপুরও।
জানা গিয়েছে, সইফের হাঁটু এবং কাঁধের হাড় ভেঙে গিয়েছে। সেই কারণেই সোমবার সকাল সকাল হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তবে, ঠিক কী কারণে এই চোট পেয়েছেন সইফ, আদেও অস্ত্রোপচার করা হবে কি না সেই বিষয়ে স্পষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে, বলিপাড়ায় গুঞ্জন, শ্যুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন অভিনেতা।
আরও পড়ুন - রামের 'প্রাণ প্রতিষ্ঠা'র অনুষ্ঠান, অযোধ্যার মন্দির চত্বরে কঙ্গনা রানাউত-মধুর ভান্ডরকর