বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে'তে স্বামী আলি ফজলকে একেবারে খুনসুটি ভরা ভালোবাসা জানালেন রিচা চাড্ডা। আলি ফজলকে ইঙ্গিত করে রিচার শেয়ার করা ভিডিয়ো এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 'নসিব আপনা আপনা' ছবির 'মেরা পতি মেরা দেবতা হ্যায়'য়' গান ধার করে ভিডিও বানিয়ে, রিচা আলি ফজলকে মেনশন করে লেখেন, 'হেই আলি ফজল, মাই সুইট ভ্যালেন্টাইন'।
রিচার এই মজার ভিডিয়ো দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন কপিল শর্মা, বিজয় বর্মারাও। গত ৬ অক্টোবর গাঁটছড়া বেঁধেছেন এই জুটি। পাত্রপক্ষের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লখনউতে। নবাবের শহর, তাই রিচা-আলির সাজেও ছিল নবাবী ছোঁয়া। রিচা সেজেছিলেন সাদা শারারায়। আলি ফজল পরেছিলেন সন্দীপ খোসলার ডিজাইন করা শেরওয়ানি। ২০১২ সাল থেকেই ডেট করতেন তারা, অবশেষে ২০১৯ সালে আলি মনের কথা জানায় রিচাকে।