বোমা বিস্ফোরণে আহত হননি অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt ) । নিজেই ইনস্টায় পোস্ট করে জানালেন বলি অভিনেতা । বুধবার সন্ধেবেলায় তাঁর আহত (Sanjay Dutt is not injured) হওয়ার খবর ছড়ায় সংবাদমাধ্যমে । কিন্তু, সঞ্জয় দত্ত জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি । তাঁর আহত হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীণ । ঈশ্বরের কৃপায় তিনি একেবারে ভাল আছেন, সুস্থ আছেন । তিনি সিনেমার শুটিংও করছেন ।
ইনস্টা পোস্টে সঞ্জয় লেখেন, "আমার আহত হওয়ার কিছু খবর ছড়িয়েছে । আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, ওগুলো একেবারেই ভিত্তিহীণ । আমি কেডি-র জন্য শুটিং করছি । গোটা টিম আমার শুটিংয়ের সময় অতি সাবধনতা অবলম্বন করে ।" অভিনেতার এই পোস্টের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা ।
আরও পড়ুন, Sanjay Dutt injured : শুটিং সেটে আচমকা বিস্ফোরণ, গুরুতর আহত সঞ্জয় দত্ত
উল্লেখ্য, বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় সিনেমার শুটিং চলছিল । ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল শুটিং । সেইসময়ই আচমকা বোমা ফেটে বিস্ফোরণ ঘটে । জানা গিয়েছে, শুটিংয়ের কাজে জন্য বোমাটি রাখা ছিল বলে খবর ।