Ranbir-Alia Wedding : নববর্ষের পরেই 'রণলিয়া'র বিয়ে! তাঁদের বাড়িতে বিয়ে, জানেন না জেঠু রণধীর

Updated : Apr 04, 2022 15:35
|
Editorji News Desk

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir-Alia Wedding) । বি-টাউনে সেরকম খবরই ঘোরাফেরা করছে । শোনা যাচ্ছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুম্বইয়ের চেম্বুরে আর কে হাউজে বসছে বিয়ের আসর । উল্লেখ্য, এখানেই বিয়ে হয়েছিল ঋষি কাপুর (Rishi Kapoor) ও নীতু কাপুরেরও (Neetu Kapoor) । অন্য একটি সূত্র বলছে, এপ্রিলে শুধু আংটি বদল করবেন এই জুটি । তারপর ডিসেম্বরে তাঁদের চার হাত এক হবে । এবার রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীরের জ্যেঠু রণধীর কাপুর (Randhir Kapoor) ।

রণবীর-আলিয়ার বিয়ের খবরকে স্বীকৃতি দেননি রণধীর কাপুর । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন, "আমি এখন মুম্বইয়ে নেই । বিয়ে নিয়ে আমি কিছুই শুনিনি । আমার বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হতো, তাহলে আমাকে নিশ্চই কেউ ফোন করে জানাত । "

রণবীর-আলিয়া বিয়ে নিয়ে মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়া বলেন, 'এখনও পর্যন্ত আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি । কয়েকদিন আগেই আলিয়ার সঙ্গে আমার দেখা হয়েছিল । কিন্তু, আমাদের মধ্যে বিয়ে নিয়ে কোনও কথা হয়নি ।'

আরও পড়ুন, Ranbir-Alia: এপ্রিলেই কি বিয়ে রণবীর-আলিয়ার? অভিনেতার একটি কথায় জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে 

২০১৮ সাল থেকে একে অপরকে ডেটিং করছেন রণবীর-আলিয়া । সোনম কাপুরের বিয়েতে নিজেদের সম্পর্ককে সিলমোহর দেন তাঁরা । রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনা আজকের নয়, বহুদিন ধরেই এই বিয়ে নিয়ে জল্পনা চলছে । রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি তৈরি না হলে ২০২০ সালেই আলিয়াকে বিয়ে করতেন রণবীর । এদিকে, আলিয়া জানিয়েছিলেন, অনেকদিন আগেই মনে মনে রণবীরের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে ।

কয়েকদিন আগেই ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রোমোশনে এসে আলিয়া ভাটের (Ranbir-Alia wedding) সঙ্গে বিয়ের জল্পনা উসকে দিয়েছিলেন রণবীর কাপুর । তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছিলেন, "এই মুহূর্তে আমি কোনও তারিখ বলছি না । তবে, আলিয়া এবং আমার খুব তাড়াতাড়িই বিয়ে করার ইচ্ছে রয়েছে ।"

'ব্রহ্মাস্ত্র'র অভিনেতার (Ranbir Kapoor)এই কথা মুহূর্তে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । নেটিজেনদের ধারণা তৈরি হয়, এপ্রিলেই বিয়ে করবেন তারকা জুটি । যদিও, আলিয়ার বাবা মহেশ ভাট বিয়ের জল্পনাকে উড়িয়ে দিয়েছেন । এদিকে, রণধীর কাপুরও জানালেন, তিনি বিয়ের ব্যাপারে কিছু জানেন না । তাহলে কী পুরোটাই জল্পনা ? এপ্রিলে কি বিয়ে করছেন না রণবীর-আলিয়া ? উত্তর দেবে সময় । আর সেই সময়ের অপেক্ষাতেই রয়েছেন তাঁদের অনুরাগীরা ।

Alia BhattRandhir KapoorWeddingRanbir Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ