Ranbir-Alia Wedding :'রণলিয়া'-র গ্র্যান্ড রিসেপশন পার্টি তাজ মহল প্যালেসে, নিমন্ত্রিতের তালিকায় কারা ?

Updated : Apr 10, 2022 15:38
|
Editorji News Desk

বাকি আর মাত্র কয়েকটা দিন । তারপরেই চার হাত এক হতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Ranbir Kapoor-Alia Bhatt Wedding) । যদিও, বিয়ের ব্যাপারে মুখ খোলেননি কেউই । তবে, সম্প্রতি আলিয়ার কাকা রবীন ভাট বিয়ের খবর নিশ্চিত করেছেন । এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৪ এপ্রিল বান্দ্রার বাস্তুতে বিয়ে করবেন রণবীর-আলিয়া । এ তো গেল বিয়ের কথা । রিসেপশন (Ranbir-Alia Rception) ? এবার সেই বিষয়েও খবর পাওয়া গেল ।

কবে কোথায় হচ্ছে 'রণলিয়া'-র গ্র্যান্ড রিসেপশন ? রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, ১৭ এপ্রিল তাজমহল প্যালেসে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন তারকা জুটি । চোখধাঁধানো সেই পার্টিতে চাঁদের হাট বসবে ।

শোনা যাচ্ছে, বলিউডের তাবড় তাবড় তারকারা এই পার্টিতে নিমন্ত্রিত । সবার কাছেই প্রায় আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে । রিসেপশন পার্টিতে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোণ, সঞ্জয় লীলা বনশালি, কর্ণ জোহর, অর্জুন কপূর, আদিত্য রায় কপূর, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য চোপড়া-সহ আরও অনেকে ।

আরও পড়ুন, Dev-Rukmini : মেট্রো সফরে দেব, সঙ্গী রুক্মিণী, কোথায় চললেন দুজনে ?
 

রণবীর ও আলিয়ার বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে । সূত্রের খবর, সাধারণ পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে । ১৩ এপ্রিল থেকে শুরু হবে প্রাক বিবাহ উৎসব । মেহেন্দি-সঙ্গীতের একেবারে গ্র্যান্ড বিয়ে । বিয়ের আগে ছোটবেলার ও বলিউডের একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টিও করবেন রণবীর-আলিয়া । হানিমুন ডেস্টিনেশনও ঠিক করে ফেলেছেন দুজনে । মধুচন্দ্রিমার জন্য 'রণলিয়া' বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ।

আলিয়া বিয়েতে পরছেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা । আর তাঁর হবু শাশুড়ি নীতু কাপুর বিশেষ দিনের জন্য বেছেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক । ইতিমধ্যে, রণবীরের বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছে গিয়েছেন নীতু কাপুর এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ।

এদিকে, সম্প্রতি, 'রণলিয়া'-র বিয়ে নিয়ে মুখ খুলেছেন রণবীরের মা এবং আলিয়ার হবু শাশুড়ি নীতু কাপুর । তিনি বলেন, 'ইটস ডান'। তার মানে । এর অর্থ জানার জন্য ফের প্রশ্ন করা হয় নীতু কাপুরকে । তখনও তিনি বলেন, 'ওদের তো বিয়ে হয়ে গিয়েছে।’ রণলিয়ার বিয়ে প্রসঙ্গে কবে এবং কখন এই কথা বললেন নীতু ? খুব তাড়াতাড়ি এক রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবে দেখা যাবে একদা বলিউডের কিলিং হার্ট নীতু সিং কাপুরকে । সেখানেই তাঁকে রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল । সেখানেই তিনি এই উত্তর দেন বলে জানা গিয়েছে ।

Alia BhattRanbir KapoorBollywoodRanbir Alia Marriage

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ