দিল্লি পৌঁছলেন রাঘব-পরিণীতি । ধূমধাম করে ঢোল-নাগারায় স্বাগত জানানো হল নবদম্পতিকে । রবিবার উদয়পুরে বিয়ের অনুষ্ঠান মিটতেই এদিন দিল্লির উদ্দেশে রওনা দেন রাগনীতি । সন্ধে নাগাদ রাঘবের দিল্লির বাড়িতে পৌঁছন তাঁরা । বাড়ির বাইরে তখন পাপারাজ্জিদের ভিড় । বাজছে ঢোল, নাগাড়া । গাড়ি থেকে নেমেই বাড়িতে ঢুকে যান তাঁরা । আর রাঘবের হাত ধরে শ্বশুরবাড়িতে প্রবেশের মুহূর্ত ক্যামেরাবন্দী করলেন পাপারাজ্জিরা ।
রাঘবকে এদিন কুর্তা পাজামা-তেই দেখা গেল । অন্যদিকে, পরিণীতি নজর কাড়লেন গ্রিন-হলুদ শেডের সালোয়ার শুটে । শ্বশুরবাড়িতে ঢোকার আগে পরিণীতির চোখে-মুখে দেখা গেল লজ্জার আভা, সেইসঙ্গে নতুন জীবন শুরুর একরাশ আনন্দ । এর আগে দিল্লি এয়ারপোর্টে পৌঁছতেই সবাইকে হাত জোড় করে ধন্যবাদ জানান দু'জনেই । সেইসঙ্গে ক্যামেরায় পোজও দেন নবদম্পতি ।
লীলা প্যালেস থেকে উদয়পুর এয়ারপোর্টে আসার সময় বিয়ের পর একসঙ্গে প্রথম দু'জন ক্যামেরাবন্দী হন রাগনীতি । একে অপরের হাত ধরে নৌকা থেকে নামার সময় ফ্রেমবন্দি হলেন । সাদা শার্ট কালো ট্রাউজারে দেখা গেল রাঘব অন্যদিকে পরিণীতির পরনে ছিল, নীল জিন্স ও গোলাপি অফ সোল্ডার টপ । হাত নেড়ে সকলকে ধন্যবাদ জানান তাঁরা ।