মারা গেলেন জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত'(Mahabharat)-এর ভীম। সোমবার অভিনেতা প্রবীণকুমার সোবতি(Praveen Kumar Sobti) দিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত আন্দাজ ১০:৩০টা নাগাদ হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
রুপোলি পর্দা কাঁপানো দীর্ঘদিনের এই অভিনেতা বহুদিন আগেই সরে এসেছিলেন অভিনয় জগৎ থেকে। শুধু অভিনয় নয়, বর্ণময় এই চরিত্রটি অভিনয়ের পাশাপাশি নাম করেছেন অ্যাথলিট(Athelete) হিসেবেও। তিনি ছিলেন একজন দুর্দান্ত হ্যামার এবং ডিসকাস থ্রোয়ার। এশিয়ান গেমসে(Asian Games) জিতেছিলেন ২টি সোনা, ১টি রূপো এবং ১টি ব্রোঞ্জ খেতাব। প্রবীণ অর্জুন পুরস্কারে(Arjun Award) ভূষিত হন। ক্রীড়া জগতে খ্যাতির পর বিএসএফে(BSF) চাকরি পান। কয়েক বছর চাকরি করার পর অভিনয় করবেন মনস্থ করেন সোবতি। সেই শুরু, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দর্শকদের মধ্যে জনপ্রিয়তা কুড়িয়েছেন মহাভারতের ভীমের চরিত্রে অভিনয় করে। চরিত্রটিকে এতটাই ভালবেসে ফেলেছিলেন যে, সামাজিক মাধ্যমে নিজের নামের পাশে 'ভীম' পরিচয়টিও ব্যবহার করতেন তিনি।
আর পড়ুন- Amul: সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা! লতার গান দিয়েই শিল্পীকে স্মরণ আমুলের
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমানতালে অভিনয় করেছেন তিনি। অমিতাভ বচ্চন(Amitabh Bacchan) অভিনীত 'শাহেনশাহ' এবং ধর্মেন্দ্রের(Dharmendra) 'লোহা' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। তাঁর অভিনয়ের তালিকায় রয়েছে 'আজ কা অর্জুন', 'আজুবা' 'ঘায়েল'-এর মতো জনপ্রিয় সব ছবি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির(Politics) আঙিনাতেও নামেন তিনি। ২০১৩ সালে আম আদমি পার্টির(AAP) টিকিটে ভোটের লড়াই করেন প্রবীণ এই অভিনেতা।