শুটিং চলাকালীন আত্মহত্যা অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Shrama)। মাত্র ২০ বছর বয়স তাঁর। সম্প্রতি আলিবাবা দস্তান-ই-কাবুল ধারাবাহিকে অভিনয় করছিলেন। মুম্বইয়ে সেই ধারাবাহিকের সেটের মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Actress Tunisha Sharma Passes Away) বলে ঘোষণা করেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা তুনিশার। দেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুশিল্পী হিসেবেই অভিনয় জীবনের শুরু। ভারত কা বীরপুত্র, মহারাণা প্রতাপ-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। কাহানি-২, ফিতুর, দাবাং থ্রি-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। ফিতুরে ক্যাটরিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। টেলিভিশনে তাঁর সিরিয়াল ইন্টারনেট ওয়ালা লাভ খুবই জনপ্রিয় হয়।
আরও পড়ুন: কলকাতার রাস্তায় অ্যাকশন বলছেন অনুরাগ বসু, সঙ্গে শাশ্বত-দর্শনা, কোন ছবির শুটিং চলছে ?
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তুনিশা। সহকর্মীরা জানিয়েছেন, সেটেও সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, "যাঁরা স্বপ্নকে তাড়া করে যায়, তাঁরা কখনও থামতে শেখেনি।"