গান লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime minister Narendra Modi )। নবরাত্রি উপলক্ষে গুজরাতি ভাষায় (Garba song) একটি গোটা গান লিখে ফেলেছেন তিনি। যে গান মুক্তি পেয়েছে দেবী পক্ষের সকালে। আচমকাই প্রধানমন্ত্রীর এহেন প্রতিভা দেখে রীতিমতো চমক উঠেছেন সকলে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা গানটির নাম 'গরবো' ('Garbo)। মিউজিক লেবেল জাস্ট মিউজিক-এর তরফ থেকে ইউটিউবে মুক্তি পেয়েছে এই গানটি। প্রধামন্ত্রীর লেখা এই গানটি কম্পোজ করেছেন তনিষ্ক বাগচি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ধ্বণী ভানুশালী। যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
গুজরাটের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা এই নবরাত্রির গানে। যে গানটি নিজের সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন - সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট, সম্মান পাচ্ছেন মাইকেল ডগলাস
ক্যাপশনে লিখেছেন, 'ধন্যবাদ ধ্বণী ভানুশালী এবং তনিশক বাগচী। জাস্ট মিউজিকের গোটা টিমকেও অসংখ্য অভিনন্দন। গরবার এই গানটি আমি অনেক বছর আগে লিখেছিলাম। এই গানটি আমায় স্মৃতি বিজড়িত করে ফেলেছে।'