'পাঠান' জ্বরে কাঁপছে গোটা দেশ। শাহরুখ সহ ছবির নির্মাতারা অনেক অনুরোধ করে পাঠানের অনলাইন লিক আটকানোর চেষ্টা করেছিলেন৷ আজ অর্থাৎ ২৫ জানুয়ারি, ১০০ টি দেশে মুক্তি পেয়েছে শাহরুখের ছবি 'পাঠান'। কিন্তু মুক্তির একদিন আগেই অনলাইনে লিক হয়ে গেল পাঠানের ভিডিয়ো৷ বেশ কিছু পাইরেটেড সাইটে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখের নতুন ছবি। ফিল্মিজ়িলা, ফিল্মিফোরওয়্যাপের মতো সাইটে ফ্রিতেই মিলছে পাঠান।
Pathaan Celebration:কেউ রাত কাটালেন ফুটে, কেউ দিলেন ৪০০ কিলোমিটার পারি, চেনা ক্রেজ কিং খানের সিনেমায়
পরিস্থিতি দেখে পাঠান নির্মাতারা করজোড়ে অনুরোধ করে জানিয়েছেন, ছবিটি কেবলমাত্র হলে দেখার জন্য। যশরাজের পক্ষ থেকে টুইটে অনুরোধ করা হয়েছে, 'বড় অ্যাকশনের জন্য সকলে প্রস্তুত তো? ছবিটি হলে দেখুন। ভিডিয়ো এবং স্পয়লার দেবেন না। '