থামার যেন নাম করছে না 'পাঠান ঝড়'। শাহরুখ খান- দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি মাত্র ৬ দিনেই ঘরে তুলে ফেলেছে ৬০০ কোটি টাকা। 'পাঠান' মুক্তি পেতেই বলিউডের পালেও লেগেছে হাওয়া। দক্ষিণী সিনেমার দাপটে মাঝে হিমসিম খাওয়ার জোগাড় হয়েছিল বলিউডের। অবশেষে পাঠানের উত্থানে সে খরাও কাটে৷ তথ্য বলছে, কেবল দেশেই ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে পাঠান। এখনও প্রায় প্রতিটি হলই হাউজফুল।
Supreme Court: বিয়ের প্রতিশ্রুতি ভাঙা মানেই মিথাচার নয়, ধর্ষণের অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের
এভাবে চলতে থাকলে হল মালিকদের প্রত্যাশা শিগগিরই ১০০০ কোটির ব্যবসা করে ফেলবে পাঠান। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায় পাঠান। তবে বিশ্ববাজারে আয়ের নিরিখে এগিয়ে থাকতে হলে, পাঠানকে ভাঙতে হবে, 'কেজিএফ ২, 'বাহুবলী', 'দঙ্গল' এর মতো ছবির রেকর্ড।