পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা গত ২৪ সেপ্টেম্বর উদয়পুরে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর দিল্লিতে ফায়ার আসেন পরিণীতিরা। রাঘবের বাড়িতে মহাধুমধামে করে পরিণীতির ‘গৃহ প্রবেশ’ হয়।
সম্প্রতি ‘নতুন বৌ’ নিজের ইন্সটা হ্যান্ডেলে বিয়ের আগে তাঁদের আনন্দ উদযাপনের কিছু ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। যেখানে একেবারে খেলার মেজাজে রাঘব-পরিণীতি। টিশার্ট এবং জিনসে হবু বড় কনে। খেলার একাধিক ঝলক শেয়ার করেছেন তাঁরা।
Dev: 'স্বাস্থ্য' উচ্চারণ করতে গিয়ে দু'বার হোঁচট! ড্যামেজ কন্ট্রোলে কী বললেন দেব?
পরিণীতি লেখেন ‘এমন কিছু প্রচলিত রীতি রয়েছে, যেগুলি নিয়ে কথা বলার সময় এসেছে। ভারতীয় বিবাহের রীতিগুলো দিয়েই শুরু করা যাক’ এর পর খেলার মজার বিবরণও দিয়েছেন তিনি। খেলার মধ্যে ছিল মিউজিক্যাল চেয়ার, লেবু ও স্পুন রেস, তিন পায়ের দৌড়, এমনকি ক্রিকেটও।