আজ গোধূলি বেলাতেই অভিনেত্রী পরিনীতি চোপড়ার সঙ্গে আংটি বদল করবেন রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদ তথা আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা। বান্দ্রায় চোপড়া পরিবারের ফ্ল্যাটে আলোর রোশনাই শুক্রবার থেকে। শনিবার সকাল থেকে রাঘবের দিল্লির সরকারি বাসভবনেও উৎসবের আমেজ। নয়া দিল্লির কাপুরথলা হাউসে আমন্ত্রিতদের জন্য রয়েছে মধ্যাহ্ন এবং নৈশ ভোজের আয়োজন। ইতিমধ্যেই রাজধানীতে আসতে শুরু করেছেন আমন্ত্রিতরা।
কিন্তু আসল লোক তো মনীশ মালহোত্রা। হবু দম্পতি সাজবেন এই ডিজাইনার বন্ধুর হাতেই। এদিন দিল্লির বিমান বন্দরে দেখা গেল সেলিব্রিটি ডিজাইনারকে। তবে কীভাবে সাজবেন রাঘব, পরিণীতি সাজবেন সে বিষয়ে এখনও কিছুই জানান তিনি।
Parineeti-Raghav Engagement: বিকেলে পরিনীতির সঙ্গে আংটিবদল, সেজে উঠল রাঘব চড্ডার সরকারি বাসভবন
ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই সম্পন্ন হবে রাঘব-পরিনীতির বাগদান। আমন্ত্রিতের সংখ্যা দেড়শোর আশেপাশে। পরিবারের সদস্য, আত্মীয়-বান্ধব ছাড়া রাজনীতি এবং বিনোদন জগতের হাতে গোনা কয়েকজন উপস্থিত থাকবেন সেখানে।