অভিনেত্রী জিয়া খানের অস্বাভাবিক মৃত্যু। উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে গেলেন অভিযুক্ত সূরজ পাঞ্চোলি। এদিন মুম্বইয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এ এস সইদ জানান, তাঁকে দোষী প্রমাণ করার মতো কোনও প্রমাণ আদালতের কাছে নেই।
২০১৩ সালে ৩ জুন। মুম্বইয়ে জুহুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী জিয়া খানের দেহ। জিয়ার মা রাবিয়া খান মুম্বইয়ের আদালতে মামলা দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করে সূরজ পাঞ্চোলিকে। শুক্রবার মামলার রায়দান করল সিবিআইয়ের বিশেষ আদালত।