‘আদিপুরুষ’ (Adipurush) এর ঘোষণার পর থেকেই একেরপর এক বিতর্ক দানা বেঁধেছে। রামায়ণ অনুসরণে আদিপুরুষ ছবিটি তৈরি করেছেন পরিচালক ওম রাউত। বুধবার তিরুপতি মন্দির চত্বরে ছবির ট্রেলার মুক্তি ঘিরেও শুরু হল চরম গুঞ্জন। ট্রেলার লঞ্চের দিন তিরুমালা মন্দিরে উপস্থিত ছিলেন নায়িকা কৃতি শ্যানন এবং পরিচালক ওম রাউট। সব শেষে পর্দার ‘সীতা’কে চুমু খেতে দেখা যায় পরিচালককে। আর সেই ভিডিয়োই এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় নেটিজেনদের রোষের মুখে পড়েছেন পরিচালক।
Shilpa Shetty's Birthday : ৫০ ছুঁইছুঁই শিল্পা যেন ২০ বছরের তণ্বী,কীভাবে সৌন্দর্য ধরে রেখেছেন নায়িকা ?
এদিন ট্রেলার মঞ্চের অনুষ্ঠানে ছবির কলাকুশলী সকলের পরনেই ছিল সাদা পোশাক, গলায় তিরুপতি উত্তরীয়, সোনালী জড়িত লেখিকা ‘জয় শ্রীরাম’। ধর্মীয় স্থানে ‘সীতা’কে চুমু খাওয়ার এই ঘটনা মোটেই ভালো চোখে দেখছেন না নেটিজেনদের একাংশ। চলতি মাসের ১৬ তারিখ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।