সেলিব্রেটিদের খুব একটা সিঁদুর পরে দেখা যায় না। আর ফ্যাশন শোয়ে তো এক্কেবারেই না। সেই স্টেরিওটাইপ ধারণা ভেঙে দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আইভরি রঙা শাড়ি, হাতে চূড়া, মাথায় সিঁদুর পরে র্যাম্পে হাঁটলেন তিনি। তাও আবার ল্যাকমে ফ্যাশন উইকে।
ভারতীয় ডিজাইনার লেবেল ফাবিয়ানার হয়ে ব়্যাম্পে হেঁটেছেন পরিণীতি। শাড়ির সঙ্গে তাঁর পিঠে ছিল একটি কেপ। উৎসবের মরশুমে একেবারে ফিউশনের জাদু ছিল তাঁর পোশাকে। গলার মাল্টি-লেয়ার নেকলেস যেন শো-স্টপার পরিণীতির পোশাকের জৌলুস বাড়িয়ে দিয়েছিল আরও কয়েকগুন।
আরও পড়ুন - কপ ইউনিভার্সে এবার দীপিকা পাড়ুকোন, 'সিংঘম এগেইন'-এ তাঁর লুক প্রকাশ্যে