গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় দুর্গে চার হাত এক হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর। বিয়ের পর দিল্লিতে শ্বশুরবাড়ির রীতি নিয়ম সেরেছেন কিয়ারা। আজ রবিবার মুম্বইয়ের হোটেল সেন্ট রেজিস, লোয়ার প্যারেলে সিড কিয়ারার গ্র্যান্ড রিসেপশন। বিয়ের পোশাক থেকে সাজগোজ সবেতেই ছিল আভিজাত্যের ছাপ। তবে রিসেপশনের আয়োজন এক্কেবারে ওয়েস্টার্ন।
সিড কিয়ারার রিসেপশন হল সেজে উঠেছে রাশি রাশি সাদা গোলাপে৷ মাঝে বড় বড় অক্ষরে লেখা 'SK', অর্থাৎ সিড-কিয়ারা। তাতেই রবিবারের জমকালো সন্ধ্যায় বসবে চাঁদের হাট। রিসেপশনে উপস্থিত থাকতে পারেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভাট, তাঁর স্বামী রণবীর কাপুর, সলমন খান, সস্ত্রীক শহীদ কাপুর সহ আরও অনেকেই।
Ankush - Oindrila: অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে চিন্তায় স্বয়ং 'বুম্বা দা' , ফোন করে দিলেন 'বকুনি'
উল্লেখ্য, রাজস্থানের জয়সলমের এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পরে মুম্বইতে ফিরেছেন নব দম্পতি। মুম্বইয়ে ফিরতেই বলিপাড়ায় জনপ্রিয় যুগলকে কালিনা বিমানবন্দরে (Kalina airport) শুভেচ্ছা জানান সকলে।