ভারতীয় বিনোদনের দর্শকদের জন্য সুখবর। হাত মেলাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও দেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এই জুটির মাধ্যমে নতুন গল্প ও দুর্দান্ত কাহিনি নিয়ে আসতে চলেছে একের পর এক দুর্দান্ত ওয়েবসিরিজ। যার প্রথমটি হল- ‘দ্য রেলওয়ে মেন’।
আর. মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু শর্মা এবং বাবিল খান অভিনীত একটি চার পর্বের সিরিজ, যা পরিচালনা করছেন পরিচালক শিব রাওয়েল। তাদের পরবর্তী প্রজেক্ট , 'মহারাজ', ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা, যার শেষ ছবি ‘হিচকি’ বিশ্বব্যাপী হিট হয়েছিল।