বক্স অফিসে শাহরুখের ছবির বিজয় রথ থামার নাম করছে না। জওয়ান খাতা খুলেই ঘরে তুলেছিল প্রায় ৭৫ কোটি টাকা। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের এই ছবি। ভারতে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে জওয়ান। শাহরুখ কার্যত এই ছবির পর বুঝিয়ে দিলেন। আর কেউ নন শাহরুখের প্রতিদ্বন্ধী একমাত্র তিনিই।
Kar Kache Koi Moner Kotha : বিয়ের গয়না বিক্রি করে দিল শিমূল ! কিন্তু কেন ? প্রকাশ্যে নয়া প্রোমো
যাঁদের হলে গিয়ে ছবি দেখার সৌভাগ্য হয়নি বা একবার ছবি দেখে আঁশ মেটেনি তাঁরা অপেক্ষা করে থাকেন ওটিটি রিলিজের। জানা গেল নেটফ্লিক্সে দেখা যাবে জওয়ান। ২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিল ছবির স্বত্ত্ব, কবে থেকে এই ছবি ওয়েবে দেখা যাবে তা নিয়ে যদিও এখনও কিছুই জানা যায়নি।