'মাসুম' অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তাঁর অভিনয় জগতে অভিজ্ঞতা প্রায় কয়েক দশকের। নিজের মত প্রকাশ করতে কখনই পিছ পা হন না তিনি। সম্প্রতি, বলিউডের অস্তিত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি জানান, দক্ষিণের ছবির সাফল্যের প্রধান কারণ তাদের মৌলিকত্ব। অধিকাংশ হিন্দি ছবির তুলনায় ভাল কাজ হচ্ছে দক্ষিণে। দক্ষিণী অভিনেতাদের কল্পনাশক্তির তারিফ করেছেন নাসির।
Soumitrisha Kundoo: জন্মদিনে 'বৃন্দাবনে' মিঠাই, শ্রী কৃষ্ণ রূপে ধরা দিলেন সৌমিতৃষা, কাটলেন কেকও
প্রায় পঞ্চাশ বছর অভিনয় জগতে আছেন নাসির। তাঁর মতে, সিনেমা হলের ভবিষ্যৎ অন্ধকার। এই মুহূর্তে OTT কেই লংরানের ঘোড়া হিসেবে দেখছেন নাসির। অভিনেতার কথায়, “চাই বা না চাই, ওটিটি-ই ভবিষ্যৎ। সারা পৃথিবী জুড়েই দশ বছরের মধ্যে সিনেমা হল উঠে যাবে।