প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত নাগ অশ্বিনের 'কালকি 2898 এডি' বক্স অফিসে ক্রমেই প্রত্যাশা ছাড়িয়ে যাচ্ছে| রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে এই ছবি| সোমবার বিশ্বব্যাপী ছবির আয় ৮৪ কোটি টাকা| এর ভিত্তিতে ছবিটির এখনও পর্যন্ত মোট সংগ্রহ ৬৩৫ কোটি টাকা|
Sacnilk.com অনুসারে, কালকি 2898 AD সোমবার ভারতে সমস্ত ভাষা মিলিয়ে ৩৪.৬ কোটির বেশি নেট সংগ্রহ করেছে৷ নাগ অশ্বিন-পরিচালনাটি তার পাঁচ দিনের দৌড়ে ঘরোয়া বক্স অফিসে ৩৪৩. ৬ কোটি নেট উপার্জন করেছে এবং এই ছবিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে।
'কালকি 2898 AD' ভারতীয় সিনেমার তৃতীয় বৃহত্তম ওপেনার হয়ে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। ছবিটি উদ্বোধনী দিনেই বিশ্বব্যাপী ১৯১ কোটি টাকা আয় করেছে।