বন্ধুত্ব, প্রেম, আর একটা ব্রেকফাস্ট ডেট। তারপরই জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন পরিণীতি চোপড়া। চার মাস আগে এনগেজড। আর এখন,'জাস্ট ম্যারেড'। ২৪ সেপ্টেম্বর রাজার শহরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরিণীতি চোপড়া-রাঘব চড্ডা। রাগনীতি-র রাজকীয় বিয়ের স্পেশ্যাল মুহূর্তগুলি সামনে এসেছে ইতিমধ্যেই । তারকা যুগলের রিসেপশনের লুক আগেই ভাইরাল হয়েছে । এবার উদয়পুরের গ্র্যান্ড রিসেপশনের অন্দরের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ।
রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরা সম্প্রতি রিসেপশনের কিছু ছবি শেয়ার করেছেন । একইসঙ্গে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি । সঞ্জীব অরোরার শেয়ার করা ছবিতেই দেখা গেল, রিসেপশনে চাঁদের হাট বসেছিল । সানিয়া মির্জা, হরভজন সিং থেকে দিল্লির মুখ্যমন্ত্রী কে নেই ।
দু'টো ছবি শেয়ার করেছেন তিনি । একটাতে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছেন সস্ত্রীক সঞ্জীব অরোরা । অন্য ছবিতে,এক ফ্রেমে দেখা গেল হরভজন সিং এবং স্ত্রী গীতা বসরা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে ।
এছাড়াও, রিসেপশনে ছিলেন পরিণীতির বিএফএফ সানিয়া মির্জা । টেনিস তারকা তাঁর ইনস্টা স্টোরিতে রিসেপশন লুকের ছবি শেয়ার করেছেন । এছাড়াও রাজনীতি ও বলিউড জগতের অনেকেই ছিলেন রিসেপশনে ।
তবে, বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া । বিভিন্ন সংবাদসংস্থার রিপোর্ট বলছে, পারবিবারিক কিছু সমস্যার জন্য আসতে পারেননি প্রিয়াঙ্কা ।
রিসেপশনে, পরিণীতির পরনে ছিল গোলাপি এম্ব্রয়ডারির কাজ করা শাড়ি, সঙ্গে ডিপ কাট ব্লাউজ, গোলাপি চুড়া। সিঁথিতে রাঙা সিঁদুর। গলায় ভারী নেকলেস। রাঘব পরেছিলেন সাদা কালো স্যুট । ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকই পরেছিলেন পরিণীতি ।