সুশান্তকে খুন করা হয়েছে, এই দাবি করে শোরগোল ফেলে দেন মুম্বইয়ের কুপার হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহ। এবার সেই মর্গকর্মীর কড়া নিরাপত্তার ব্যবস্থার করল মুম্বই পুলিশ। তিনি জানিয়েছেন, প্রয়োজনে পুলিশের কাছে বয়ান দিতে প্রস্তুত তিনি। মৃত্যুর ২ বছর পর ফের চর্চায় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। সৌজন্যে মুম্বইয়ের কুপার হাসপাতালের মর্গকর্মী রূপকুমার শাহ। তাঁর দাবি, সুশান্তের মৃত্যু স্বাভাবিক নয়।
তাঁর কথায়, সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) চোখে কালশিটের দাগ ছিল। দেখে মনে হচ্ছিল, কেউ জোরে তাঁরে ঘুষি মেরেছে। কিন্তু, কেউ তাঁর কথা শোনেনি। পরে তিনি দাবি করেন, আত্মহত্যা নয়, সুশান্তকে খুন করা হয়েছে। রূপকুমারের এই বয়ানের পর ফের নয়া মোড় নেয় সুশান্ত মৃত্যুরহস্য(Sushant Singh Rajput Death Mystery)।
আরও পড়ুন- Mamata Banerjee: ভিক্টোরিয়ার পর এবার হাওড়া, মুখ্যমন্ত্রীকে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান
সুশান্তের ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতাল(Mumbai Cooper Hospital) যে দলটি তৈরি হয়েছিল, তার সদস্য ছিলেন তিনি। ময়নাতদন্তের টেবিলে দলপতিকে সুশান্তের চোখের কালশিটের কথা জানিয়েছিলেন ওই মর্গকর্মী। রূপকুমারের কথায়, সুশান্তের(Sushant Singh Rajput Murdered) হারেও চোট ছিল। হাড় ভেঙে গিয়েছিল। তাঁকে যে জোরে আঘাত করা হয়েছে, বোঝা যাচ্ছিল। কিন্তু, তাঁর কথার কোনও গুরুত্ব দেওয়া হয়নি । তাঁকে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, এত দিন কেন নিজের মুখ বন্ধ রেখেছিলেন রূপকুমার? তাঁর কথায়, আগের রাজ্য সরকারকে(Mumbai Police) বিশ্বাস করতে পারেননি। কিন্তু এখন তিনি সুশান্তের জন্য সুবিচার চাইছেন।