ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত ফ্যান্টম, রাইস, মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনাওয়াজ প্রধান (Shahnawaz Pradhan)। মুম্বইতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নিতে গিয়েই আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। শুরু হয় তাঁর বুকে ব্যথা, তার খানিকক্ষণ বাদেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাওয়াজ ৷ কয়েক মাস আগেই তাঁর বাইপাস সার্জারি হয়েছে বলেও জানা গিয়েছে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৬ বছর।
Urvashi-Rishabh: ‘আমার প্রার্থনা ঋষভের সঙ্গে আছে..’, ফের পন্থকে নিয়ে অকপট ঊর্বশী
একাধিক বলিউড ছবি ছাড়াও ধারাবাহিকেও নিয়মিত কাজ করতেন অভিনেতা শাহনাওয়াজ প্রধান। অনুষ্ঠানে তাঁর শরীর খারাপ হতেই উদ্যোক্তারা তড়িঘড়ি তাঁকে নিয়ে যান কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ,কিন্তু চিকিৎসকদের বিন্দুমাত্র সময় না দিয়েই চলে গেলেন অভিনেতা।