আর কয়েকঘন্টার অপেক্ষা। তারপরেই মিস চোপড়া থেকে মিসেস চাড্ডা হয়ে যাবে অভিনেত্রী পরিণীতি। জানা গিয়েছে, বিয়ের দিন পরিণীতি সাজবেন মণীশ মলহোত্রর (Manish Malhotra)-র ডিজাইনার লেহঙ্গায়। সেখানে পৌঁছেছেন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও।
এছাড়াও উদয়পুরের হোটেল লীলা প্যালেসে পৌঁছে গিয়েছেন হাইভোল্টেজ অতিথি অভ্যাগতরা। যাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাও (tennis star Sania Mirza)।
আরও পড়ুন - নয়ের দশকের বলিউড থিমে সঙ্গীতের অনুষ্ঠান, সামনে এল রাঘব-পরিণীতির সঙ্গীতের ছবি
এছাড়াও রাঘবের ঘনিষ্ঠ বন্ধু হরভজন সিং এবং তাঁর স্ত্রী গীতা বসরাকেও বিয়ের জন্য মুম্বাই বিমানবন্দর থেকে রওনা হতে দেখা গিয়েছে।