সোশ্যাল মিডিয়ায় ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফকে (Katrina Kaif) খুনের হুমকির অভিযোগ উঠেছিল (life threat to Vicky Kaushal and Katrina Kaif) এক ব্যক্তির বিরুদ্ধে । এবার তাকে গ্রেফতার করল মুম্বই পুলিশ । ভিকির অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।
ভিকি কৌশল মুম্বইয়ের সান্তক্রুজ থানায় মামলা দায়ের করেন । অভিনেতার অভিযোগ, ইনস্টাগ্রামে এক ব্যক্তি ক্রমাগত খুনের হুমকি দিচ্ছিলেন তাঁদের । ব্যক্তিগত অশ্লীল ম্যাসেজও পাঠাচ্ছিলেন । হুমকি ও ফলো করা অনেকদিন ধরেই চলছে বলে জানিয়েছেন ভিকি । শুধু মেসেজ পাঠানোতেই থেমে ছিল না, নানা জায়গায় ক্যাটরিনাকে ফলোও করছিল ওই ব্যক্তি । উল্লেখ্য, কয়েকদিন আগে সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকেও উড়ো চিঠির মাধ্যমে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ।
আরও পড়ুন, Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনাকে খুনের হুমকি! তদন্তে নামল মুম্বই পুলিশ
সম্প্রতি, ক্যাটরিনার জন্মদিন পালন হয়েছে মলদ্বীপে । সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন দু'জনেই ।