ক্রিসমাস(Christmas) মানেই সেলিব্রেশন । প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর ভালো দিন । আর বলিউডে প্রতি বছরই এই দিনটায় একসঙ্গে হন কাপুর পরিবারের সদস্যরা । ক্রিসমাসের লাঞ্চের আয়োজন করা হয় । এবছরও তার ব্যতিক্রম হল না ।
সদ্য করোনামুক্ত হয়েছেন করিনা কাপুর খান(Kareena Kapoor Khan) । ক্রিসমাসের দিন স্বামী সইফ আলি খান(Saif Ali Khan), দুই ছেলে তৈমুর(Taimur) এবং জেহ-এর সঙ্গে কুণাল কাপুরের(Kunal Kapoor) বাড়িতে দেখা গেল বেবোকে । এদিন কালো টি-শার্ট এবং ব্রাউন প্যান্টে দেখা গিয়েছে করিনাকে । করিনার কোলে ছিলেন একরত্তি জেহ । অন্যদিকে, নীল রঙের টি-শার্ট পরেছিলেন সইফ । আর তৈমুর পরেছিল সাদা পাজামা ও গোলাপী রঙের কুর্তা ।
আরও পড়ুন, Christmas 2021 : আলিয়ার ক্রিসমাস ডিনার পার্টিতে মায়ের সঙ্গে হাজির রণবীর কাপুর
এদিন কাপুরদের ক্রিসমাস লাঞ্চে প্রেমিক আদর জৈনের(Adar Jain) সঙ্গে দেখা যায় তারা সুতারিয়াকে(Tara Sutaria) । ব্রাউন হিল আর সাদা রঙের পোশাকে দারুণ লাগছিল তারাকে । অন্যদিকে, আদর জৈন পরেছিলেন মাল্টি-কালারড শার্ট ও সাদা প্যান্ট ।
আরমান জৈন, তার স্ত্রী আনিসা মালহোত্রাও যোগ দেন ক্রিসমাস লাঞ্চে । অন্যদিকে, মা ববিতা ও মেয়ের সঙ্গে লাঞ্চে আসেন করিশ্মা কাপুর(Karishma Kapoor) ।