রণবীর সিং-এর '83' নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল । সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে এই ছবি । কিন্তু, তার প্রতিফলন কি আদৌ ঘটছে বক্স অফিসে ?
জানা গিয়েছে, বক্সঅফিসে শুরুটা তেমন ভালো হয়নি । তবে ক্রিসমাসে কিছুটা ব্যবসা করেছে '83' । তরন আদর্শের(Taran Adarsh) টুইট থেকে জানা গিয়েছে, মুক্তির দিন '83'-এর রোজগার ছিল ১২.৬৪ কোটি টাকা । সেখানে শনিবার ১৬.৯৫ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমা । আর রবিবার ক্রিসমাসের দিন ছবির বক্স অফিস কালেকশন ছিল ১৭.৪ কোটি । সব মিলিয়ে এখনও পর্যন্ত এই সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছে প্রায় ৪৭ কোটি । যা '83'-এর মতো ছবির ক্ষেত্রে একেবারেই লো স্কোর বলা যেতে পারে ।
আরও পড়ুন, Salman Khan : 'টাইগার থ্রি'-এর আগেই মুক্তি পাবে শাহরুখের 'পাঠান', নিশ্চিত করলেন সলমন
তবে মুলাহ, মাইশোরে ভালো ব্যবসা করছে '83' । অন্যদিকে, বিহার এবং ওড়িশায় বক্সঅফিসে তেমনভাবে সাড়া পাচ্ছে না ছবিটি ।
১৯৮৩ সালে কপিল দেবের(Kapil Dev) নেতৃত্বে ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবি । ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং(Ranveer Singh) । কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন(Deepika Padukone) । ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি ।