সলমন খানের বাড়ির বাইরে গুলি চালনার ঘটনা। এবার দায়স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং। দায়স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল হুমকি দিয়ে পোস্ট করে। তাঁর পোস্টে লেখা হয়, "আমাদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল। যাতে তুমি বুঝতে পারো, আমরা কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাইরে চলবে না।"
রবিবার ভোর ৫টা নাগাদ অভিনেতা সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চার রাউন্ড গুলি চলে। এরপরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ঘটনার তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
সলমন খান আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন । গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন । এমনকি, তাঁর শাগরেদরা সলমনের বাড়িও জরিপ করে গিয়েছিল বলে জানা গিয়েছে । যদিও, সুপারস্টারকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ । কিন্তু, তার মধ্যেও এদিন গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে ।