করোনা(Corona) আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । তবে শুধু কোভিড নয়, নিউমোনিয়াতেও(pneumonia) আক্রান্ত তিনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীক সমধানি । অন্যদিকে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন, টুইটারে মমতা লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন লতাজি ।’ মঙ্গলবারই লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ।
শনিবারই, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতা মঙ্গেশকরকে । আইসিইউতে রাখা হয় তাঁকে । মনে করা হয়েছিল, বয়সের কথা ভেবেই তাঁকে আইসিউতে রাখা হয়েছে । লতার ভাইঝি রচনাও এমনটাই জানিয়েছিলেন । পরে জানা গেল, করোনার পাশাপাশি নিউমোনিওয়াও রয়েছে তাঁর । শোনা যাচ্ছে, এই কিংবদন্তী শিল্পীর চিকিৎসার জন্য ককটেল থেরাপি ব্যবহার করার কথা ভাবছেন চিকিৎসকরা ।
আরও পড়ুন, Lata Mageshkar: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকার, ভর্তি রয়েছেন আইসিইউ-তে