Sonakshi-Zaheer: সলমনের সঙ্গে বিশেষ কানেকশন, অভিনয়ের আগে কী কাজ করতেন জাহির ? চিনে নিন সোনাক্ষীর হবু বরকে

Updated : Jun 20, 2024 06:32
|
Editorji News Desk

বিটাউনে এখন একটাই আলোচনা । সোনাক্ষী আর জাহিরের বিয়ে । সাত বছর ডেটিং-এর পর ২৩ জুন গাঁটছড়া বাধছেন তারকা জুটি । যদিও, বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা । তবে, ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ডের ছবি । কয়েক দিন আগে ব্যাচেলার পার্টিও সেরে ফেলেছেন সলমনের নায়িকা । গ্লিটারি শর্ট ড্রেসে আগুন ঝড়িয়েছেন তিনি । আবার ফাদার্স ডে-তে জাহিরের বাড়িতেও উদযাপন করতে দেখা গিয়েছে । জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি । ১৯ জুন থেকে প্রি ওয়েডিং । মিস থেকে মিসেস হওয়ার অপেক্ষায় সোনাক্ষী ।

জানা গিয়েছে, সোনাক্ষী ও জাহিরের প্রেমে ঘটকালি করেছেন নাকি সলমনই । ভাইজানের একটি পার্টিতেই আলাপ দু'জনের । তারপর বন্ধুত্ব, প্রেম । অবশেষে তাঁদের গল্পে বিয়ের রং লাগতে চলেছে । কিন্তু, যখন সোনাক্ষীর সঙ্গে আলাপ হয় জাহিরের, সেইসময় কিন্তু হিরো ছিলেন না তিনি । কী করতেন জাহির ইকবাল ? সলমনের খানের পরিবারের সঙ্গে যোগ কীভাবে ? সোনা-র হবু বরের সঙ্গে একবার পরিচয় করে নিন আপনারাও ।

১৯৮৮ সালের ১০ ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম জাহিরের । ব্যবসায়ী পরিবারের ছেলে তিনি । জাহিরের স্কুল, পড়াশোন সবই মুম্বইয়ে । তাঁর পরিবার বলতে বাবা-মা, ভাই ওদিদি । এবার তাঁর পরিবারের সঙ্গে জুড়তে চলেছে সোনাক্ষীর নামও। 

স্কুল, কলেজ শেষ করার পর টানা ছয় বছর পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন । কিন্তু, বরাবরই তাঁর আকর্ষণ ছিল রুপোলি জগতের দিকে । অভিনেতা হতে চেয়েছিলেন । শাহরুখ সিনেমায় বলেছিলেন, 'আগার কিসি চিজ কো দিল সে চাহ তো, পুরে কায়নাথ উসে তুমসে মিলানে কি কোসিস মে লগ জাতি হ্যায়' । জাহিরও মন থেকে চেয়েছিলেন । তাই খালি হাতে ফেরেননি তিনি । সিনেমা করলেন, নায়কও হলেন ।

বলিপাড়া সূত্রে খবর, জাহির যে স্কুলে পড়তেন সেই স্কুলে তাঁর সিনিয়র ছিলেন বলি অভিনেতা রণবীর কপূর। সলমন খানের বোন অর্পিতা খানও তাঁর সহপাঠী ছিলেন । সেইসূত্রে জাহিরের সঙ্গে আলাপ সলমনের । সেক্ষেত্রে প্রথম থেকে তাঁর একটা বলিউড যোগ ছিলই । ভাইজানের অনুপ্রেরণাতেই সিনেমায় আসা তাঁর । অভিনয় জীবনের মেন্টর কিন্তু সলমনই ।

জানেন কি, প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য জাহিরের বাবার কাছ থেকে টাকা ধার করেছিলেন সলমন । এক পুরনো সাক্ষাৎকারে জাহির জানিয়েছিলেন, প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বাবার কাছ থেকে ২০১১ টাকা ধার করেছিলেন সলমন। এতটাই সুসম্পর্ক তাঁদের মধ্যে ।

দিদির বিয়েতে জাহিরের নাচ দেখে অভিনয়ে আসার পরামর্শ দিয়েছিলেন সলমন । জাহির এক সাক্ষাৎকারে বলেন, 'দিদির বিয়েতে আমি নাচছিলাম। হঠাৎ দেখি, সলমন আমার সঙ্গে নাচতে শুরু করেছেন। দু’জনে প্রায় এক ঘণ্টা নেচেছিলাম। তখনই তিনি আমায় অভিনয়ের প্রস্তাব দেন ।'

তারপর থেকেই সলমনের কাছে অভিনয়ের প্রশিক্ষণ শুরু জাহিরের । সলমনের সহকারী হিসেবে কাজ শুরু বলিউডে । সলমন কোনও ছবির শুটিং করলে সেখানে চলে যেতেন জাহির। সলমনের অভিনয় দেখতেন । সলমনের সঙ্গে মহড়াও দিতেন । পাঁচ বছর ক্যামেরার পিছনেই কাজ করেন জাহির । অভিনেতা হিসেবে বলিউডে তাঁর আত্মপ্রকাশ হল ২০১৯-এ । সিনেমার নাম নোটবুক । তারপর ২০২১-এ সোনাক্ষীর বিপরীতে অভিনয় করেন জাহির ইকবাল । এছাড়া মিউজিক ভিডিওতে কাজ করেছেন অভিনেতা । সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন জাহির । 

অভিনয়ের পাশাপাশি সাঁতার কাটতে,দৌড়তে পছন্দ করেন জাহির। দেশ-বিদেশের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন । ঘুরতে ভালবাসেন অভিনেতা । এমনকী, দুবাই সরকারের তরফে তাঁকে 'গোল্ডেন ভিসা' দেওয়া হয়েছে । 

সোনাক্ষীর সঙ্গে নতুন জীবন শুরু করতে তৈরি জাহির ইকবাল । শুরু হচ্ছে তাঁদের জীবনের নতুন ইনিংস । এডিটরজি বাংলার তরফে তারকা জুটিকে শুভেচ্ছা ।

Sonakshi Sinha

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ