কেকের মৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা দেশ । তাঁর মৃত্যুর কারণ নিয়ে উঠেছিল নানা প্রশ্ন । কার দোষ, কার ভুল...এই নিয়ে চলেছে চর্চা । সেইসময় কলকাতাকে নিয়েও নানা মানুষ নানা কথা বলেছেন । তবে, এই পুরো বিষয়টা নিয়ে প্রথম থেকেই চুপ ছিলেন একজন । তিনি কেকে (KK)-এর স্ত্রী । কোনও অভিযোগ তিনি করেননি । কেকে-এর জন্মদিনেও (KK's Birthday) বেশি কথা বললেন না জ্যোতি কৃষ্ণা (Jyothy Krishna) । কিন্তু, কেকে-কে যে তিনি কতটা মিস করছেন, তা মাত্র কয়েকটা শব্দেই বুঝিয়ে দিলেন তিনি ।
জ্যোতি ইনস্টাগ্রামে কেকে ও তাঁর একটি পুরনো ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখলেন কয়েকটা কথা । জন্মদিনের শুভেচ্ছা জানালেন, আর লিখলেন তিনি কেকে-কে কতটা ভালবাসেন । তবে শেষ কয়েকটা শব্দ হৃদয়-বিদারক । স্বামীকে খুব মিস করছেন জ্যোতি । কেকে-র চলে যাওয়ায় তিনি কতটা যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেটাই ফুটে উঠেছে তাঁর লেখায় ।
আরও পড়ুন, Rupankar Bagchi: কেকের জন্মদিন, পরিবারকে ফোন করবেন রূপঙ্কর?
মৃত্যুর পর আজ কেকে-র প্রথম জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ৫৫ বছর বয়স হত তাঁর। সকাল থেকেই কেকে-কে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী থেকে তাঁর অনুরাগীরা । কেউ আবার গানে গানে স্মরণ করছেন গায়ককে । ১ জুনের পর আজ, ২৩ অগাস্টও তাঁর অগণিত ভক্তদের চোখে জল ।