কিরণ বেদী। ভারতের প্রথম মহিলা আইপিএস। কিন্তু তাঁর জীবনের লড়াইটা মোটেও সহজ ছিল না। এবার সেই লড়াইয়ের কাহিনী ফুটে উঠবে বড়পর্দায়। তাঁর জীবনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প ফুটে উঠবে তাঁর বায়োপিকে। ছবিটা পরিচালনার দায়িত্বে রয়েছেন কুশল চাওলা।
এই ছবির নাম রাখা হয়েছে, 'বেদী: দ্য নেম ইউ নো, দ্য স্টোরি ইউ ডোন্ট'। ছবির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিরণ বেদীর চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। ২০২৫ সালে আন্তর্জাতিক নারী দিবসের ৫০ তম বার্ষিকী। ওই বছরেই মুক্তি পাবে কিরণ বেদীর বায়োপিক।
১৯৭২ সালে ৮০ জন পুরুষদের ব্যাচে কিরণ বেদী ছিলেন একমাত্র মহিলা। তিনি প্রথম মহিলা অফিসার হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন তাঁর। ২০০৭ সালে অবসর নেন তিনি।