পাহাড়ি এলাকা । কনকনে শীত । এইসময়টা ঠিক কীভাবে কাটাতে হয় জানেন ? সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) । প্লেট ভর্তি আলু ভাজা (পোশাকি নাম ফ্রেঞ্চ ফ্রাইজ) (French Fries)। তার উপরে ছড়ানো চাট মশলা ও লঙ্কার গুড়ো । ব্যস আর কী চাই । দার্জিলিঙে ওয়েব সিরিজে (Kareena's Web Series Shooting in Darjeeling) শুট করতে এসে ঠিক এভাবেই দিন কাটাচ্ছেন করিনা কাপুর খান ।
প্রথম ওয়েব সিরিজ । তাও আবার বাঙালি পরিচালক । বাংলাতেই শুটিং করছেন । আর শুটিংয়ের ফাঁকে চলছে দেদার আড্ডা, খাওয়া-দাওয়া । ডায়েট ভুলে চুটিয়ে খাওয়া-দাওয়া করছেন করিনা (Kareena Kapoor) । কখনও খাওসে, তো কখনও ফ্রেঞ্চ ফ্রাই, আবার শুট শেষে একসঙ্গে কোনও রেস্টুরেন্টে নৈশভোজ । একেবারে যেন ভোজনরসিক বাঙালির ছোঁয়া লেগেছে করিনার ।
আরও পড়ুন, Amul's Belashuru Cartoon : আমুলের কার্টুনে 'বেলাশুরু', সৌমিত্র-স্বাতীলেখাকে শ্রদ্ধা সংস্থার
ছোট পুত্র জে-কে নিয়ে দার্জিলিংয়ে রয়েছেন । কয়েকদিন আগে দার্জিলিঙে এসেছেন সইফ এবং বড় ছেলে তৈমুরও । সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শুটিং চলছে দার্জিলিঙে । এটা করিনার প্রথম ওয়েবসিরিজ । প্রথম কয়েকদিন কালিম্পঙে শুট হয় । এখন দার্জিলিঙে রয়েছে গোটা টিম । সেখানেই সবার সঙ্গে চুটিয়ে মজা করছেন করিনা ।