আলোর উৎসবে মেতেছেন সেলেব থেকে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়া খুললেই আলমাখা ছবি জ্বল জ্বল করছে। দীপাবলির আগের চতুর্দশী সন্তানের সঙ্গেই কাটালেন বলিউডের দুই মা শিল্পা শেঠি এবং করিনা কাপুর।
মেয়ে সামিশার সঙ্গে রঙ্গোলি বানানোর ভিডিও শেয়ার করেছেন শিল্পা। দুজন মাইল ‘ওম’ লিখে সাজাচ্ছেন, মা মেয়ের পরনে ট্রাডিশনাল পোশাক।
অন্যদিকে করিনা কাপুরও দিয়ালী সেলিব্রেশনে মেতেছিলেন একেবারে ছিমছাম পারিবারিক ভাবেই। রঙ মেখে দুই ছেলেকে নিয়ে রঙ্গোলি বানালেন করিনা।