সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে চর্চা চলছে সর্বত্র। এবার তারকা জুটির ভূয়সী প্রশংসা করলেন বলি 'কুইন' কঙ্গনা রানাউত। 'শেরশাহ' জুটির প্রকৃত প্রেমের প্রশংসা করলেন তিনি।
সিড কিয়ারার ভিডিয়ো শেয়ার করে 'ক্যুইন' কঙ্গনা লিখেছেন, 'এই জুটি খুবই ফুরফুরে৷ খুব কমই আমরা বিনোদন জগিতে এমন প্রেম দেখতে পাই। একসঙ্গে তাদের ঐশ্বরিক দেখায়৷ ' এই জুটিকে ট্যাগ করে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা৷
Siddharth Kiara wedding : জল্পনার অবসান , বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা, কবে কোথায় বসছে বিয়ের আসর?
পেজ থ্রির পাতা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে একটাই খবর, কিয়ারা সিদ্ধার্থের বিয়ে। রাজস্থানের জয়সলমীরের দুর্গেই আগামী ৬ ফেব্রুয়ারী বসার কথা সিড কিয়ারার এলাহি বিয়ের আসর। সেই বিয়ের উত্তাপ নিতে তৈরি দেশের কয়েক কোটি অনুরাগী।