'তেজস' মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সকলে। এর মধ্যেই আগামী ছবি 'এমার্জেন্সি' নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জানালেন, 'এমার্জেন্সি'র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে।
অনুরাগীদের উদ্দেশ্য করে কঙ্গনা টুইটারে লেখেন, তাঁর সারা জীবনের শিক্ষা আর অর্থ দিয়ে তৈরি করা হয়েছে 'এমার্জেন্সি'। তাই এটি শুধুমাত্র ছবি নয়। মূল্যবোধের অপেক্ষাও বটে। তাই তাঁর অন্যান্য ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে, 'এমার্জেন্সি'র মুক্তিও পিছিয়ে দেওয়া হল।
আরও পড়ুন - টলিপাড়ায় নতুন গোয়েন্দা, প্রকাশ্যে বাদামি হায়নার প্রথম ঝলক
আগামী ২৪ নভেম্বর 'এমার্জেন্সি' মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে তা পিছিয়ে ২০২৪ সাল করা হয়েছে। তবে, কত তারিখ মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি।