মায়ানগরীর পুজো গুলির মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো (Durga Puja 2023)। কাজল , রানী মুখোপাধ্যায়ের এই ৪দিন সব কাজ ফেলে হাজির থাকেন মণ্ডপে।
ষষ্ঠী থেকেই মুখোপাধ্যায় বাড়ির পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন কাজল। সপ্তমীর দিন একদম গোলাপি শাড়িতে সেজেছেন কাজল, খোঁপাতে ঠাসা ফুল। সপ্তমীর দিন সকাল থেকে মণ্ডপে বসেই আড্ডা দিচ্ছিলেন কাজল। কাঁসর-ও বাজাতে দেখা গিয়েছে তাঁকে।
সকাল সকাল ছেলে যুগের সঙ্গে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কাজল। ছুটোছুটিও করতে দেখা গিয়েছে। তবে সেই ছুটোছুটির জেরেই ঘটল বিপত্তি। হঠাতই সিঁড়ি থেকে পড়ে যান কাজল। যদিও তাঁকে সামলে নেন তাঁর বোন। তবে পায়ে যে একটু লেগেছে তা মুখের ভঙ্গিতে স্পষ্ট বোঝা গিয়েছে।