টলিউডের সুপারস্টার অভিনেতা জিৎ (Jeet), পর্দার 'বস' তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে জিৎ একজন আপাদমস্তক 'ফ্যামিলি ম্যান'। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন তিনি৷ মেয়ে নবন্যাকে চোখে হারান ‘চেঙ্গিস’ ।মেয়ের সঙ্গে জমিয়ে নাচলেন বাবা। নবন্যার খুশিও যেন ধরে না। ‘বাপ-বেটির’ এই ভিডিও দেখে চোখ জুড়িয়েছে অনুরাগীদের।
Tanushree Chakraborty: লাল শাড়ি, কপালে ত্রিশূল, গলায় মালা! মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে তনুশ্রী
একেবারে ঘরোয়া পোশাকে জিৎ। কোথায় যেন ‘খুলে রাখা’ তাঁর সেলেব পরিচিতি। নীল শর্টস আর গেরুয়া গেঞ্জিতে অভিনেতা। মনের সুখে হাত পা ছুঁড়ে নাচছেন। তাল মেলাচ্ছে নবন্যা। জিতের ফ্যান ক্লাব থেকে পোস্ট হওয়া এই ভিডিয়োর ক্যাপশনে লেখা,’বাবা ও মেয়ের এমন খুনসুটি চিরন্তন বজায় থাকুক’ ।