পাঠানের মুক্তির পর ঠারে-হারে টের পাইয়ে দিয়েছিলেন কিং ইজ ব্যাক ,জওয়ান-এর পর কার্যত একথা তিনি প্রমাণই করে দিলেন বলিউডের কিং একজনই, শাহরুখ খান। ‘জওয়ান’ মুক্তির পর থেকেই কার্যত উত্তেজনায় ফুটছে গোটা দেশ তথা বিশ্ব। সোমবার ভারত-পাকিস্তানের টানটান ম্যাচও চিড় ধরাতে পারেনি শাহরুখের জনপ্রিয়তায়। মুক্তির পর পঞ্চম দিনেও এই ছবির বিজয় রথ তড়তড়িয়ে চলছে।
Pushpa 2 Release :'জওয়ান' ঝড়ের মাঝেই আরও এক বড় ঝড়ের আভাস, কবে আসছে 'পুষ্পা টু'? জানা গেল দিনক্ষণ
পঞ্চম দিনে বক্স অফিসে মোট ৩০ কোটি টাকার ব্যবসা করল অ্যাটলি পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই গোটা দেশে ৩০০ কোটি এবং বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকা ঘরে তুলেছে জওয়ান। দেশের বক্সঅফিসে এই সংখ্যা যে লাফিয়ে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।