জওয়ানের বিজয়রথ থামার নাম করছে না। শাহরুখ খান অভিনীত এই ছবি সারা বিশ্ব জুড়েই কার্যত সাড়া ফেলে দিয়েছে। অ্যাটলির পরিচালনায় ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই প্রথম হিন্দি ছবি যা বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে।
Durgo Rawhasyo Trailer: গুপ্তধনের খোঁজে পর্দায় ব্যোমকেশ, প্রকাশ্যে সৃজিতের 'দুর্গ রহস্যের' ট্রেলার
২০২৩ সালের সর্বোচ্চ আয় হয়েছে এই ছবির হাত ধরেই । শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি 6 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। পোস্টটিতে উল্লেখ করা হয়েছে যে, অ্যাকশন থ্রিলারটির বিশ্বব্যাপী সংগ্রহ এখন ১১০৩.২৭ কোটি টাকা। এই মুহূর্তে শাহরুখের প্রতিদ্বন্ধী একমাত্র তিনি নিজেই। জওয়ান নিজেই রেকর্ড তৈরী করছে, আর নিজেই তা ভাঙছে নিত্য দিন।