৫০০ কোটির জওয়ান। ছবি মুক্তির ১১দিনের মাথায় ভারতীয় সিনেমার বক্স অফিসে এই রেকর্ড স্পর্শ করল শাহরুখ খানের নতুন এই সিনেমা। শনিবারই সামনে এসেছিল, বাদশার তৃতীয় ছবি ডাঙ্কির মুক্তির দিনক্ষণ। এবার শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে জওয়ান-টু নিয়ে ফিরছেন পরিচালক অ্যাটলি। সূত্রের খবর, এই ব্যাপারে পরিচালককে সম্মতি দিয়েছেন শাহরুখও।
এই বছরটা শাহরুখ ফ্যানদের কাছে নস্ট্যালজিয়ার মতো। কারণ, আজ থেকে বিশ-বাইশ বছর আগে এমন ঘটনা ঘটত। মাস খানেকের ব্যবধানে শাহরুখের পর পর ছবি মুক্তি পেত। কিন্তু সম্প্রতি সময়ে সেই মুক্তিকে ভাঁটা দেখা দেয়। কিন্তু ২০২৩ সালে ফের স্বমহিমায় ফিরেছেন কিং খান।
তার জেরেই একই বছরে পাঠান, জওয়ানের পর মুক্তির অপেক্ষায় রাজকুমার হিরানির ডাঙ্কি। এই বছর ইদেই এই ছবির মুক্তি বলে নিজেই জানিয়েছেন শাহরুখ। এরমধ্যে দক্ষিণী পরিচালক অ্যাটলির জওয়ান-টু তৈরির ঘোষণা নতুন উন্মাদনা শাহরুখ ভক্তদের মধ্যে।