নিজের ৫৮ তম জন্মদিনে ভক্তদের উপহার দিলেন বলিউডের কিং শাহরুখ খান। শাহরুখ ম্যাজিক এবার মুঠোফোনেও। কিং খানের জন্মদিনে ওটিটিতে মুক্তি পেল বাদশাহ অভিনীত 'জওয়ান' ছবিটি।
২ নভেম্বর কিং খানের জন্মদিন। এই দিন রাত ১২টার পরেই নেটফ্লিক্সে মুক্তি পায় জওয়ানের বর্ধিত সংস্করণ। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির অধিকাংশে কাঁচি চালিয়েছিলেন পরিচালক অ্যাটলি। ওটিটিতে মুক্তি পাওয়া ভার্সনে যোগ করা হয়েছে সেই সব দৃশ্যও। ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়।
আরও পড়ুন - মধ্যরাতে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, হাত নাড়লেন, ধন্যবাদ জানালেন ভক্তদের
নেটফ্লিক্সে 'জওয়ান' মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শাহরুখ খান। লেখেন, 'জন্মদিন জওয়ানের, কিন্তু উপহার সকলের জন্য। নেটফ্লিক্সে জওয়ানের বর্ধিত কাট ইতিমধ্যেই হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।'