বুধবার সইসাবুদ করেই বিয়ে সেরেছেন আমির কন্যা ইরা খান। আর ইরাকে বিয়ে করতে বন্ধুদের সঙ্গে দীর্ঘ আট কিলোমিটার পথ রীতিমতো দৌড়ে বিয়ের আসরে পৌঁছেছেন ফিটনেস কোচ পাত্র নূপুর শিখা। যে ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বইয়ের তাজ ল্যান্ডস হোটেলে ইরার বিয়ের আসর বসেছিল। জানা গিয়েছে সান্তাক্রুজ থেকে বিয়ের আসর পর্যন্ত প্রায় আট কিলোমিটার পথ দৌড়ে পৌঁছেছেন নূপুর। অনুষ্ঠানে নূপুরকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল বাজনা।
ভেন্যুতে ঢুকতেই ঢোলের তালে তালে কিছুটা নাচ করেন নূপুর। এরপর নিজেই ঢোল কাঁধে তুলে নিয়ে বিয়ের আসরে প্রবেশ করেন। তাঁর পরনে ছিল সাদা বক্সার এবং কালো স্যান্ডো গেঞ্জি। সেই পোশাকেই রেজিস্ট্রির কাগজে সই করেন নূপুর।
আরও পড়ুন - বিয়েতে উপহার নিচ্ছেন না ইরা, মেয়ের জন্য বিশেষ আয়োজন বাবা আমিরের
তবে, পাত্র শরীর চর্চার পোশাকে থাকলেও ইরার পরনে ছিল ট্রাডিশনাল লেহেঙ্গা। মেয়ের বিয়েতে অফ হোয়াইট পাঞ্জাবি ও গোলাপি পাগড়ি পরে ছিলেন আমির খান। আমির-রিনার পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এছাড়াও হাজির ছিলেন নীতা ও মুকেশ আম্বানি।