ইলিয়ানা এনগেজড ? এমনই প্রশ্নে এখন শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । নেপথ্যে একটি ছবি । যেখানে দেখা যাচ্ছে, 'মিস্ট্রি ম্যান'-এর সঙ্গে ডিনার ডেটা গিয়েছেন অভিনেত্রী । তাঁর হাতে হাত রেখেছেন অভিনেত্রী । অনামিকায় জ্বলজ্বল করছে আংটি । শহর ছেড়ে ভালবাসার মানুষটির সঙ্গে বেবি মুন এনজয় করছেন । নিজে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইলিয়ানা । আর তারপর থেকেই এই মিস্ট্রি ম্যান-কে কৌতূহল বাড়ছে নেটিজেনদের ।
সন্তানের বাবা কে ? ইলিয়ানার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এমনই প্রশ্ন জেরবার হয়েছেন অভিনেত্রী । কিন্তু, সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । এবার তাঁর জীবনের মিস্ট্রি ম্যানের অল্প ঝলক সামনে আনলেন । মম টু বি ইলিয়ানা ডিক্রুজ বর্তমানে চুটিয়ে তাঁর বেবিমুন এনজয় করছেন সাগর তীরে । সেখান থেকেই বিভিন্ন সময় ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করছেন ।
ইলিয়ানা ডি'ক্রুজকে শেষ দেখা গিয়েছিল অভিষের বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’ছবিতে । পরবর্তীতে রণদীপ হুডার সঙ্গে ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-তে দেখা যাবে তাঁকে । এই মুহূর্তে রূপোলি পর্দা থেকে দূরেই আছেন ইলিয়ানা । মাতৃত্বকালীন মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন ।