২২ বছর বাদে আবার বড়পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) অভিনীত চরিত্র 'তারা সিং'। ২০০১ সালে রিলিজ করেছিল 'গদর: এক প্রেম কথা'। এরপর ২০২৩। জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি এই ছবির সিক্যুয়েলেরও। বক্স অফিসে রমরমিয়ে চলছে সানির ‘গদর ২’ । এবার আরও সুখবর।
জানা গিয়েছে, রাখি পূর্ণিমা উপলক্ষে ‘গদর ২’ এর টিকিটের উপর বিশেষ অফার এবং বিশেষ ছাড় দিচ্ছে নির্মাতারা। এই দিন দুটি টিকিট কিনলে দুটি টিকিট পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই ছবিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতেই এই অভিনব উদ্যোগ।
উল্লেখ্য, শাহরুখ খানের 'পাঠান' এবং প্রভাসের 'বাহুবলী 2: দ্য কনক্লুশন'-কে ছাড়িয়ে অনিল শর্মা পরিচালিত ছবিটি এখন বক্স অফিসে চালিয়ে ব্যাট করছে।