২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ফাইটার । ‘গ্রীক গড’ হৃতিক রোশনের বহুল প্রতীক্ষিত ছবি 'ফাইটার'-এর অপেক্ষায় দিন গুনছিলেন অনুরাগীরা। অবশেষে ছবি মুক্তি পেতেই, হাতেগরম প্রমাণ মিলল বক্স অফিসে। সিদ্ধার্থ আনন্দের ফাইটার মাত্র ৪ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। চতুর্থ দিনে, অ্যাকশন-প্যাকড মুভিটি সমস্ত ভাষায় ২৮.৫০ কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যাপী ছবির আয় ১৫০ কোটি টাকা। পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর ভারতের বিমান সেনাদের লড়াই নিয়ে এগিয়েছে ছবির গল্প।
Tata Steel Recruitment: রূপান্তরকামীদের চাকরির সুযোগ টাটা স্টিলে, মাধ্যমিক পাশেই আবেদন
ছবিতে হৃতিকের চরিত্রের নাম 'প্যাটি'। দীপিকাকে 'মিন্নি' চরিত্রে এবং অনিল কাপুরকে 'রকি' চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে। 'ফাইটার' পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটিও YRF এর স্পাই ইউনিভার্সের অংশ।