বিয়ে । দু'টো মনের মিলন । বলা হয় সাত জন্মের বন্ধন । বিয়ে এমনই একটা বিষয় যেখানে শুধু যে দু'টো মানুষ সাত পাকে বাঁধা পরেন, তা নয় । বিয়ে মানে সম্মান, ভরসা, আর একরাশ ভালবাসা । ধর্মের মতোও কোনও বেড়াজালে আবদ্ধ নয় বিয়ে । তাইতো, ভিন মতে বিয়ের সংখ্যাও দিন দিন বাড়ছে । ভালবাসাই যেখানে সম্পর্কের ভিত, সেখানে ধর্ম কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না । সম্প্রতি, তারই উদাহরণ সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল । বেশ কয়েকদিন ধরে তারকা জুটির বিয়ে নিয়ে হইচই চলেছে বি-টাউনে । এমনকি শোনা গিয়েছিল, ভিনধর্মে একমাত্র মেয়ের বিয়ে মানতে পারছেন না শত্রুঘ্ন সিনহা । কিন্তু,ভালবাসা যে সব কিছুকে হারিয়ে দেয় মুহূর্তে । অবশেষে ২৩ জুন বাবাকে পাশে নিয়ে জাহির ইকবালের সঙ্গে নতুন জীবন শুরু করলেন সোনাক্ষী । হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়, আইনি মতে বিয়ে সেরেছেন তারকা যুগল । বিয়ের সময় শুভ্র সাজে আর রিসেপশনে লাল টুকটুকে কনে বউটি সেজে নেটিজেনদের মুগ্ধ করেছেন দাবাং নায়িকা । স্ত্রীর সঙ্গে মানানসই পোশাকে নজর কেড়েছেন জাহিরও । যদিও, সোনাক্ষী-জাহিরই শুধু নয়, ভিন ধর্মে বিয়ে করেছেন, এমন বলিউড তারকা জুটির তালিকাটা বেশ লম্বা । দেখে নেওয়া যাক, সাত তারকার ভিন ধর্মী বিয়ের কাহিনি ।
সুনীল দত্ত-নার্গিস
ভিন ধর্মে বিয়ে । প্রায় ৬৬ বছর আগে বলিউডে ঘটেছে এমন ঘটনা । সুনীল দত্ত-নার্গিস । পঞ্জাব প্রদেশের (বর্তমানে পাকিস্তানে)মহিয়াল ব্রাহ্মণ পরিবার ছেলে । কলকাতার পাঞ্জাবি মুসলিম পরিবারের মেয়ে নার্গিস । সিলভার স্ক্রিনে জুটি বেঁধে অনেক সিনেমা করেছেন । স্বর্ণযুগের সেরা জুটি বলা হত তাঁদের । রিল লাইফের প্রেম গড়াল রিয়েল লাইফেও । শুটিংয়ে যখন আগুনের বলয়ের মধ্যে আটকে পড়েছিলেন নার্গিস, তখন আগুনে ঝাঁপ দিয়ে তাঁকে বাঁচিয়েছিলেন সুনীল । ১৯৫৮ সালে বিয়ে করেন তাঁরা । তাঁদের ছেলে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ।
শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি
১৯৬৫ সালের কথা । এক অনুষ্ঠানে দেখা হয়েছিল দু'জনের । আর প্রথম দেখাতেই শর্মিলার প্রেমে পড়ে গিয়েছিলেন টাইগার পতৌদি । নিজের মনের কথাও জানিয়েছিলেন । কিন্তু প্রথম দেখায় নাকি একেবারেই পতৌদির প্রেমে পড়েননি শর্মিলা । প্যারিসে বলি অভিনেত্রীকে প্রপোজ করেছিলেন পতৌদি । তারপর আর না বলতে পারেননি শর্মিলা । ভিন ধর্মের বেড়াজাল ভেঙে জমে ওঠে বলি ও ক্রিকেটজগতের প্রেম । ১৯৬৯ সালে বিয়ে করেন তাঁরা ।
শাহরুখ-গৌরী
বলিউডের কিং খান শাহরুখ । গৌরী ছিব্বার পঞ্জাবি হিন্দু পরিবারের মেয়ে। শাহরুখ যখন গৌরীর প্রেমে পড়েন, তখন কিন্তু, শাহরুখ সুপারস্টার ছিলেন না । বলিউডে যখন স্ট্রাগল করছেন শাহরুখ, তখন তাঁর হাত ধরেছিলেন গৌরী । এখন তিন ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার শাহরুখ-গৌরীর
জেনেলিয়া-রিতেশ
সিলভার স্ক্রিনে প্রেমে পড়েছিলেন । রিল থেকে রিয়েল লাইফেও গড়াল তাঁদের প্রেম । ম্যাঙ্গালোরিয়ান ক্যাথলিক পরিবারের মেয়ে জেনেলিয়া । অন্যদিকে মহারাষ্ট্রীয় হিন্দু পরিবারের ছেলে রিতেশ । ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা জুটি । বর্তমানে দুই ছেলের বাবা-মা তাঁরা ।
সইফ-করিনা
বাবা মনসুর আলি খান পতৌদি বিয়ে করেছিলেন হিন্দু পরিবারের শর্মিলা ঠাকুরকে । বাবার পথেই হেঁটে ছেলে সইফও মন দিলেন করিনা কাপুরকে । ২০১২ সালে তাঁদের বিয়ে হয় । যদিও সইফের দ্বিতীয় বিয়ে এটা । এর আগে তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংও ছিল হিন্দু পরিবারের ।
রিচা চড্ডা-আলি ফজল
ভিন ধর্মে আরও একটা বিয়ের উদাহরণ রিচা চড্ডা-আলি ফজল । ২০২২ সালে বিয়ে করেন তাঁরা । বর্তমানে রিচা সন্তানসম্ভবা । যে কোনও ভূমিষ্ঠ হতে পারে তাঁদের প্রথম সন্তান ।
স্বরা ভাস্কর-ফাহাদ
বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর । ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী । ধর্মের বেড়াজাল ভেঙে স্বপ্নের জগৎ সাজিয়েছেন তাঁরা । সদ্য তাঁদের জীবনে এসেছে ছোট্ট অতিথি । মেয়ের বাবা-মা হয়েছেন তাঁরা ।
ভিন ধর্মে বলিউডে এমন বিয়ের সংখ্যা কিন্তু বেশ লম্বা । এভাবেই দীর্ঘ হতে থাকুক তালিকা । সাধারণ থেকে তারকা...ধর্মের বেড়াজাল ভেঙে শুরু হোক নতুন একটা গল্প, যেখানে থাকবে শুধু ভালবাসা, সম্মান আর ভরসা ।